Exclusive Updates:

Principal Message

বন্দর নগরী বীর চট্টলার ঐতিহ্যবাহী কাট্টলীর উত্তর পার্শ্বে মনোরম পরিবেশ ও চিত্রের মত এক নৈসর্গিক দৃশ্যপটের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম ডিগ্রী কলেজ। পশ্চিমে উত্তাল সমুদ্র, পূর্বে সবুজ ঘেরা পাহাড়, মাঝখান দিয়ে ধাবমান ঢাকা ট্রাংক রোড-এর পশ্চিম পার্শ্বে এ এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী ভাতৃদ্বয় দানবীর আলহাজ্ব মো: আবু তাহের ও আলহাজ্ব মো: মনজুর আলম সাহেবের প্রত্যক্ষ সহযোগিতায়, পরিশ্রমে ও তাঁদের পরিবারের একক অর্থানুকূল্যে এবং তাঁদেরই পিতা-মাতার নাম ও স্মৃতি বহনার্থে ১৯৯৪ সালের ২৭ শে মে স্থাপিত হয়েছে এ বিদ্যাপীঠ। বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত এ কলেজের সুরম্য ভবন, সমৃদ্ধ গ্রন্থাগার ও বিজ্ঞানাগার, প্রশস্ত খেলার মাঠ, সর্বোপরি এখানকার নিবেদিত প্রাণ, অভিজ্ঞ ও সুযোগ্য শিক্ষকমন্ডলীর একনিষ্ঠ শিক্ষাদান-শিক্ষার্থীদের দেহ ও মনের সার্বিক বিকাশের পরিপূর্ণ সহায়ক। সফলতার নিরিখে অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠাতার সার্বিক সহযোগিতায় কলেজটিকে বিশ্ববিদ্যালয় কলেজ এবং পরবর্তী পর্যায়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করারও পরিকল্পনা রয়েছে।

আলহাজ্ব মোহাম্মদ আলমগীর

Principal